ইয়াবাসহ আটক দুই নারী মাদক বিক্রেতা
কক্সবাজার: কক্সবাজার শহরের গোলদিঘীরপাড় থেকে ২৯ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন- টেকনাফের সিকদার পাড়ার গুচ্ছ গ্রামের নির্মল ধরের স্ত্রী বিদ্যাধর (৫০) ও দুলাল ধরের স্ত্রী কাজল ধর (৩০)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিটি/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।