বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার যমুনার চরাঞ্চল চেয়ারম্যান বাজার এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার নানাপুর চরের মৃত পাষাণ মোল্লার ছেলে আব্দুল্লাহ (৩৪) ও একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে সেরাজুল (৪৫)।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম শুক্রবার (৯ মার্চ) সকালে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তির দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে তল্লাশি চালিয়ে পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আব্দুল্লাহ এবং সেরাজুলকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআই