ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট, যাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষজনকে।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে।
এই এলাকা থেকে দূরপাল্লার বাস দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায়। ফলে এমনিতেই গাড়ির জটলা লেগে থাকে। তারওপর অপরিকল্পিত এমন উন্নয়ন কাজ যেন বিষফোঁড় হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (০৯ মার্চ) দূরপাল্লার গাড়ির সিডিউল পূর্বনিয়মে চলতে দেখা গেলেও টাউন সার্ভিস কম। জটলা থাকার কথা নয়। তারপরও জ্যামের অবস্থা সৃষ্টি হতে দেখা গেছে। উয়ন্ননকাজের ফলে রাখা ময়লার স্তুপে সড়ক সরু হয়ে পড়ায় গাড়ি দাঁড়াচ্ছে এলোমেলোভাবে। আর এ কারণেই সৃষ্টি হচ্ছে যানজটের।
মিরপুর-১০ নম্বর থেকে কল্যাণপুরে এসেছেন লিয়াকত আলী। সৈয়দপুরে গ্রামে বাড়ি যাবেন। বাসে করে এলেও জ্যামের কারণে তাকে নেমে যেতে হয়েছে টেকনিক্যাল মোড়ের কাছাকাছি। দূরত্বটা খুব বেশি না হলেও তার সময়ের অপচয় হয়েছে বলে মন্তব্য করলেন। বলেন, এটা হয়তো কোনো কষ্টের বিষয় নয়। কিন্তু এমন অবস্থার সৃষ্টি কেন হবে!
এভাবে সড়কে ময়লা জমিয়ে না রেখেও কাজ করা যায়। কিভাবে করা যায়, সেটা কর্তৃপক্ষকেই খুঁজে বের করতে হবে। কিন্তু উন্নয়নের নামে সাধারণ মানুষকে কষ্ট দেওয়াটা অন্যায়- এমন মন্তব্যও অনেকের।
সাতক্ষীরার ছেলে মাসুম তালুকদারের। পায়ে চোট পেয়েছেন কয়েকদিন হলো। তাই হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। যানজটের কারণে তাকেও নেমে যেতে হয়েছে বাসস্ট্যান্ডের খানিকটা দূরেই। বলেন, এই শহরে নাগরিকদের যত কষ্ট দেওয়া যায়, ততোই দেওয়া হয়। এইটুকু রাস্তা রিকশাও যেতে চায় না। আবার আঘাত পাওয়ায় পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর। এখানে এসে দেখি সড়কেও ওপর ময়লা রেখে জায়গা কমিয়ে ফেলা হয়েছে। আর বাসগুলোও দাঁড়িয়েছে আড়াআড়িভাবে। আর এভাবেইবা বাস দাঁড়াবে কেন! ট্রাফিক ব্যবস্থাও কাজ করে না। সমস্যা সবখানে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
ইইউডি/এসএইচ