ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিধ্বনিত হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিধ্বনিত হচ্ছে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিধ্বনিত হচ্ছে। একটি কালোত্তীর্ণ ভাষণের গুরুত্ব এখানেই নিহিত’।

শুক্রবার (০৯ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন। ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি অর্জন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ‘বঙ্গবন্ধু পরিষদ’।

ঢাবি ভিসি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দু’টি দিক ছিলো। এর একটি হলো বাংলাদেশের, আরেকটি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত। আমরা জানি, বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু দীর্ঘ সময় ৭ মার্চের ভাষণকে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছিলো। বর্তমানে আর সেই প্রেক্ষাপট নেই। বর্তমানে সারাবিশ্বে তার সেই ভাষণ প্রচার হচ্ছে।

তিনি আরো বলেন, ইউনেস্কো এ ভাষণকে বিশ্ব হেরিটেজের অন্তর্ভুক্ত করলো, তার পেছনে কতগুলো বিষয় আছে, তা হলো ভাষণটি অত্যন্ত অল্প সময়ের, অলিখিত একটি ভাষণ। পৃথিবীতে যতগুলো ভাষণ মূল্যায়িত হয়েছে সবগুলোর চরিত্র হলো ভাষণগুলো অন্তর থেকে উদ্বেলিত হয়। বঙ্গবন্ধুর ভাষণ ছিলো সেই ধরনের। যে ভাষণ যেকোনো জাতিকে তাৎক্ষণিকভাবে অনুপ্রেরণা দেয়। ভাষণটি যুগে যুগে অনাগত ভবিষ্যতে সবসময় অনুপ্রেরণা এবং অনুগামিত করতে থাকবে।

সভাপতির বক্তৃতায় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেন, বঙ্গবন্ধু যখন বললেন, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তখনই আমরা যা কিছু আছে সব সংগ্রহ করা শুরু করলাম। ২৪ ঘণ্টার মধ্যে আমার বাসায় ৩৬৭টি অস্ত্র জমা হলো।

তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই ভাষণ থেকে যা অর্জন করেছিলাম তা হলো গেরিলা যুদ্ধ। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আগে কিন্তু মুক্তির কথা বলেছেন, স্বাধীনতা নয়। মুক্তির লক্ষ্যে স্বাধীনতা। কি অসাধারণ বক্তব্য। তিনি মানুষের মুক্তি চান, স্বাধীনতা চান। সে কারণেই বলেছেন, আগে মুক্তি তারপরে স্বাধীনতা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মীজান উদ্দিন, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু সালেহ মাহফুজুল বারী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।