শুক্রবার (৯ মার্চ) সকালে খাড়াছড়ির খাগড়াপুর এলাকায় ত্রিপুরা ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন-ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, ত্রিপুরা ইয়ুথ স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ধন বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দহেন ত্রিপুরা, নয়ন ত্রিপুরা প্রমুখ।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি এলাকায় এক কিশোরীকে আলম ধর্ষণের চেষ্টা করে। পরে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এই ঘটনায় বাদী হয়ে ওই কিশোরীর বাবা মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরআর