ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ধর্ষণ চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন  ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মার্চ) সকালে খাড়াছড়ির খাগড়াপুর এলাকায় ত্রিপুরা ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।  

এতে বক্তব্য দেন-ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, ত্রিপুরা ইয়ুথ স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ধন বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দহেন ত্রিপুরা, নয়ন ত্রিপুরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা যৌন নিপীড়নকারী মো. আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুমতি এলাকায় এক কিশোরীকে আলম ধর্ষণের চেষ্টা করে। পরে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এই ঘটনায় বাদী হয়ে ওই কিশোরীর বাবা মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।