ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাজিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
কাজিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত খোকন সরকার (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (৯ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন সরকারের বাড়ি কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে।

কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রকি পারভেজ জানান, ২ ফেব্রুয়ারি জেএসসি পরীক্ষার ফলাফল উপলক্ষে বেলতৈল ই আর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ভাড়া করা গাড়িতে করে ছাত্রছাত্রীরা আনন্দ মিছিল বের করে। গাড়ির ভাড়া নিয়ে স্কুলশিক্ষক সুলতান ও কেরানি কোবাদ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি দু’জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি জানতে পেরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে খোকন সরকারসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে খোকনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।  

এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।