শুক্রবার (৯ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মাহফুজ একই এলাকার মো. কালামের ছেলে।
কালাম জানান, বুধবার রাত ৮টার দিকে খায়েরকাঠি গ্রামের কালভার্টের ওপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল মাহফুজ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজখুজির পর সকালে খালে তার মরদেহ পাওয়া গেল।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. তারিকুল ইসলাম জানান, সকালে খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআই