ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ইটচাপা পড়ে নানি-নাতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
মুন্সীগঞ্জে ইটচাপা পড়ে নানি-নাতি নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইটচাপা পড়ে নানি-নাতি নিহত হয়েছেন।

এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইটভর্তি ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৯ মার্চ) দুপুর উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের চৌকিদার বাড়ির হযরত আলী দেওয়ানের স্ত্রী সাজেদা বেগম (৬৫) এবং মেয়ের ঘরের নাতি হাবিব খান (৪), তার বাবার নাম আশাদুল ইসলাম খান।

নিহত সাজেদা বেগমের স্বামী মো. হযরত আলী দেওয়ানের বরাত দিয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা গ্রামে সাজেদার বোনের ছেলের বিয়ে খেতে যাচ্ছিলেন তারা। এসময় রাজদিয়া গ্রাম থেকে ইটভর্তি একটি ট্রলি পূর্ব রাজদিয়া গ্রামে যাচ্ছিল। পথে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্রিজের সামনে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পাশে থাকা রিকশাটিও উল্টে গিয়ে ইটচাপা পড়ে ঘটনাস্থলেই নানি-নাতির মৃত্যু হয় এবং রিকশাচালকসহ দুইজন আহত হয়।

এ ঘটনায় কেউ মামলা না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রলির চালক পলাতক আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।