ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আদাবর খালে পড়ে শিশু নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
আদাবর খালে পড়ে শিশু নিখোঁজ খালে নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সুমন শেখ / বাংলানিউজ

ঢাকা: রাজধানীর আদাবর থানা এলাকায় নবোদয় হাউজিংয়ের একটি খালে পড়ে নিখোঁজ রয়েছে জিসান নামের এক শিশু। খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।  

শুক্রবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আদাবর নবোদয় খালে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম আবুল হাসেম।

তিনি ওই খালের পাশেই একটি টিনশেড বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।  

সাংবাদিকদের আবুল হাসেম জানান, বাড়ি ফিরে দেখেন তার ছেলেকে প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটির বয়স ৬ বছর হবে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, খেলতে গিয়ে শিশুটি ময়লাযুক্ত খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখনও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবু জাফর সামসুদ্দীন জানান, সন্ধ্যা ৬টার দিকে জরুরি সেবার নম্বর ‘৯৯৯’ এ স্থানীয়দের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।  

তিনি বলেন, স্থানীয় এক দোকানি জানিয়েছেন, নবোদয় হাউজিংয়ের বাজারের কাছে খালে বল পড়ে গেলে একটি ছেলে তা তুলতে যায়। ওই সময় তাকে নর্দমায় তলিয়ে যেতে দেখেছেন তিনি।  

রাত সোয়া ৯টা পর্যন্ত তল্লাশি চালিয়ে ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি বলে জানান এএসআই সামসুদ্দীন।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯/আপডেট: ২১২০ ঘণ্টা
পিএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।