শুক্রবার (০৯ মার্চ) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা বেনাপোলের পুটখালী গ্রামের রুস্তম সরদারের ছেলে।
র্যাব জানায়, তাদের কাছে গোপন খবর আসে বারোপোতা গ্রামের পাপরা তলার মোড়ে এক মাদক বিক্রেতা কেনা-বেচার জন্য অবস্থান করছেন। পরে ওই গ্রামের অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ জিয়াকে আটক করা হয়।
র্যাব -৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এজেডএইচ/এএটি