ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় তানিম হোসেন দিহান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ মার্চ) বিকেলে হাজিরহাট বাজারে পূর্ব পাশে রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিয়ান হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় সংবাদকর্মী ইসমাইল হোসেন বিপ্লবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রামগতি-লক্ষ্মীপুর সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল দিয়ান। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস পেছন থেকে দিয়ানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।