শুক্রবার (৯ মার্চ) বিকেলে যাত্রাবাড়ী শহীদ ফারুখ সড়কের একটি পঞ্চমতলা বাড়ির তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, যাত্রাবাড়ী শহীদ ফারুখ সড়ক এলাকার একটি পঞ্চম তলা বাড়ির তৃতীয় তলা থেকে হা-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় সুমন শিকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মৃত ব্যক্তির বাবার নাম রহমান শিকদার। বেশ কয়েক আগে তার স্ত্রী অন্য কোথায় বেড়াতে গেছেন। পরিবার নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এজেডএস/ওএইচ/