শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় মহানগরীর হোটেল ক্যাসেল সালামের গ্রান্ড বল রুমে এ মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, কালের কন্ঠের নিজেস্ব প্রতিবেদক কৌশিক দে, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ পার্পেল বার্ডের পরিচালক সনেট ফয়সাল, পরিচালক নূর এ নেওয়াজ শুভ, প্রতিষ্ঠান দুটির সদস্য আশফাকুর রহমান ফাহিম, কাজী শান্ত, সাজিদ আহমেদ, শুভ খান, পলাশ, তাসনিম রহমান তুনান, আলাউদ্দিন, সাজিদ আহমেদ, ইসমাইল হোসেন লিটু সদস্য।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।
মেলায় বিয়ে অনুষ্ঠানের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টেজ ডিজাইন, লাইটিং, ডিজেসহ বিভিন্ন সৃজনশীল কাজের চিত্র ও বর্ণনা উপস্থাপন করা হবে। মেলা চলাকালে ফ্রি ও ডিসকাউন্টের বিভিন্ন সুবিধা রয়েছে বুকিং ও আগতদের জন্য। এবারের মেলায় বিশেষ আকর্ষণ থাকবে, পার্পেল বার্ড ইএম আইই সুবিধা। যাতে করে দশ হাজার টাকার ওপর সেবাগ্রহণ করলে গ্রাহকরা তিন, ছয়, নয় ও বারো মাসের সহজ কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন। মেলাচলাকালীন যেকোনো সময় পার্পেল বার্ড ও আর্টিজমের গ্রাহকরা সেবাগ্রহণ করলে ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
বিবাহ মেলার আহ্বায়ক ও পার্পেল বার্ডের সিইও এস এম ইমরান হাসান বলেন, পার্পেল বার্ড এবং আর্টিসমের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। খুলনায় প্রথম ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম হিসেবে এ দু’টি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। আমাদের এ কাজকে সবার সামনে তুলে ধরতে খুলনায় তৃতীয়বারের মতো ব্যতিক্রমধর্মী ‘বিবাহ মেলা’ শুরু করেছি আমরা।
বিবাহ মেলার সদস্য সচিব ও আর্টিসমের সিইও তাহমিদ আহমেদ বলেন, মেলায় পার্পেল বার্ডের পক্ষ থেকে বিয়ের জমকালো ছবির প্রর্দশনী, আর্টিজমের পক্ষ থেকে বিয়ের বিভিন্ন সাজসজ্জার এবং স্টেজের প্রদশনী, পার্পেল বার্ডের বিভিন্ন উপহার সামগ্রীর গিফট সপ, মেলা চলাকালে গ্রাহকরা কোনো সেবাগ্রহণ করলে ডিসকাউন্ট পাবেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমআরএম/ওএইচ/