ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫

ঢাকা: রাজধানীর টিকাটুলিতে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিসাধীন।

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সজিব, তুষার ও ফাহিম। পথচারী সাবিনা (২০) ও সুমি (১৮)।

পথচারীরা জানান, সন্ধ্যায় একটি দ্রুত গতির মোটরসাইকেল ফ্লাইওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ ওই ২ নারী গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আহতরা সবাই ঢামেকে চিকিসাধীন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।