শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিসাধীন।
আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সজিব, তুষার ও ফাহিম। পথচারী সাবিনা (২০) ও সুমি (১৮)।
পথচারীরা জানান, সন্ধ্যায় একটি দ্রুত গতির মোটরসাইকেল ফ্লাইওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ ওই ২ নারী গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আহতরা সবাই ঢামেকে চিকিসাধীন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এজেডএস/এসআরএস