শুক্রবার (৯ মার্চ) বিকেলে শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাজমুল ওই এলাকার মাসুম হাওলাদারের ছেলে ও পিটিআইভবন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও স্বজনরা জানান, বুধবার (৭ মার্চ) বিকেলে নাজমুল গাবখান নদীতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় জেলেদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ওই দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নাজমুলকে উদ্ধার করতে পারেনি। এরপর, শুক্রবার বিকেলে নাজমুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝালকাঠি পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমএস/এসআরএস