ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ছাতকে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৫ ছাতকে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আবু বকর (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা শহরের পেপার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে।

আহতরা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সফিক মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৪২), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী আলেয়া (৪৫), রুহুল আমিনের স্ত্রী মিনুআরা (৪২), আইনুল্লাহর মেয়ে আসমা (১৮) ও ছাতকের হাসনাবাদ গ্রামের একরাম উল্লাহর ছেলে আব্দুর রহমান (১৬)।

পুলিশ জানায়, সন্ধ্যায় পেপার মিল এলাকায় একটি ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।  এতে সিএনজি আরোহী আবু বকর নিহত ও পাঁচজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।