ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাত, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাত, আটক ১

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকায় নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় একই এলাকার বন্ধু বাপ্পারাজকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন ওমর ফারুক (২২) নামে এক মাদকাসক্ত যুবক। এ সময় ওমর ফারুককে হাতেনাতে আটক করে র‌্যাব-২।

শুক্রবার (০৯ মার্চ) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউছার।

তিনি জানান, মাদকাসক্ত ফারুক এলাকার স্কুল-কলেজপড়ুয়া ছাত্রী ও চাকরিজীবী নারীদের সঙ্গে বিভিন্ন অসৌজন্যমূলক আচরণ করতো।

এ নিয়ে প্রায় ছয়মাস আগে এলাকার অন্য বন্ধুরা তাকে এসব কাজ থেকে বিরত থাকতে বলে। কিন্তু এতেও কাজ না হওয়ায় এলাকার গণ্যমান্যদের দিয়ে ফারুককে সতর্ক করা হয়।

এ ঘটনার জেরে শুক্রবার লালবাগের ভাগলপুর স্কুলের সামনে বাপ্পারাজকে পেয়ে ছুরি দিয়ে মারাত্মক জখম করে ফারুক। ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত র‌্যাবের টহল টিমের সদস্যরা রক্ত মাখা ছুরিসহ ফরুককে আটক করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।