শুক্রবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তিনজনেরই পায়ে গুলি লেগেছে বলে ঢামেক জরুরি বিভাগ সূত্রে জানা যায়।
আহত সোহেল জানায়, সে মালিবাগে একটি কারখানায় কাজ করে। সন্ধ্যায় মালিবাগ থেকে রামপুরা বাগিচার টেকের বাসায় ফেরার পথে হঠাৎ গুলির শুব্দ শোনে। এসময় দৌড়ে পালাতে গেলে এক নম্বর গেটের সামনে হঠাৎ করে পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার বাংলানিউজকে জানান, তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলটি রমনা এলাকায়।
এ বিষয়ে রমনা থানার ওসি মাইনুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এজেডএস/এসএইচ