শুক্রবার (০৯ মার্চ) দুপুরে জেলার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘চামেলী র্যাফেল ড্র’র ১৫ বিক্রয় প্রতিনিধিকে আটকের পর এ কারাদণ্ড দেন।
এসময় অভিযানে টিকিট বিক্রির কিছু টাকা, কুপনবক্স, একটি মিনিট্রাকসহ সাতটি ইজি বাইক এবং একটি রানার ৮০ সিসির মোটর সাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কাঠালিয়া উপজেলার সুজন দাস, রাজাপুর উপজেলার জসিম, মিজানুর রহমান, ভান্ডারিয়া উপজেলার দেলোয়ার হোসেন, বিল্লাল,মিল্টন হাওলাদার, খুলনা সদরের নাইম, ইকরামুল, জুয়েল রানা, রাজু শেখ, অপু, সুমন, শাকিল, মামুন, মনির হোসেন।
ইউএনও আফরোজা বেগম পারুল বলেন, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে টিকিট বিক্রির অপরাধে ১৮৮ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো। বৃহস্পতিবার (০৮ মার্চ) ঝালকাঠি সদরেও লটারির বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিলো।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এমএস/ওএইচ/