শুক্রবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা সম্ভব হয়নি।
হাজি মোহাম্মদ মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর দাস বাংলানিউজকে জানান, হঠাৎ তারা খবর পান বিভাগীয় পোস্ট অফিসের পেছনের কয়েকটি দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো চেষ্টা করেন।
আগুনে উত্তম সু স্টোর, মেসার্স সিকদার এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকান, মাহাদী স্টোর নামে একটি ফাইবার (পুরাতন গাইডের মালামাল) দোকান পুড়ে যায়। এছাড়াও তিনটি দোকানের পেছনের অংশে থাকা একটি মেস ও দু’টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, তারা এসে আগুন ছড়িয়ে পড়া অবস্থায় দেখতে পান। স্টেশনের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমএস/এএ