শনিবার (১০ মার্চ) সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টায় নাটোর-বগুড়া মহাসড়কের জেলা প্রশাসকের বাস ভবনের সামনে দুই ট্রাকের সংঘর্ষে আহত হন হাসান।
হাসান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার খেমিরদিয়ার ভাটোপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টিএ