ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
পলাশবাড়ীতে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে চারজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৯ জন।

শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সরকার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০) ও একই গ্রামের রাজু মিয়া (২৪)।

অপরজনের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,
ভটভটিতে করে ২৫ জন নির্মাণ শ্রমিক মিক্সার মেসিন নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে তারা পলাশবাড়ি এলাকার দক্ষিণ বাসষ্ট্যান্ড পৌঁছালে গাইবান্ধা থেকে বগুড়াগামী এস এন পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়ে ভটভটিটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ভটভটিতে থাকা তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮/আপডেট:১১৫৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।