শনিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে পুলিশ নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে। নিহত আবুল কাশেম চৌধুরী ফতুল্লার দেলপাড়া চৌধুরীবাড়ির মৃত ইলমত চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফতুল্লার দেলপাড়ায় অবস্থিত পরিত্যক্ত একটি বোর্ড ফ্যাক্টরির মালিক সেলিম মিয়া সকাল ৮টার দিকে আবুল কাশেমকে ডেকে আনেন। এর পরে সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরিতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এএটি