শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে রড রোঝাই একটি ট্রাক ৩০ জনের বেশি শ্রমিক নিয়ে রংপুর যাচ্ছিল। বেলা ১২টার দিকে জুনদহ এলাকায় ট্রাকটি একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারীসহ ট্রাকের ৬ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮/আপডেট:১৭৩৫ ঘণ্টা
আরএ