ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
খুলনায় জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে খুলনা পাবলিক কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী সব শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।

এতে সভাপতিত্ব করেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

প্রতিটি জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ তিনটি গ্রুপ অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ১০ জন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এখন থেকে বিজয়ীরা আগামী ১৫ মার্চ ঢাকায় মূল অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা,  মার্চ ১০, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।