শনিবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের উল্টোদিকের সড়কে বকেয়া বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধার দাবিতে ‘বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
আয়োজকরা জানান, দেশের ৩২৭টি পৌরসভার মধ্যে ৩২০টি পৌরসভার ৫শ’ ২০ কোটি টাকার বেতন-ভাতা বকেয়া।
সারাদেশের পৌরসভাগুলোর বেতন ভাতা ও অন্যান্য সুবিধা অনিয়মিত হওয়ার জন্য এসব কর্মকর্তা-কর্মচারীরা মেয়রদের দায়ী করেছেন। তারা বলেন, পৌর এলাকার উন্নয়নে সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ অর্থ যাচ্ছেতাইভাবে খরচ করলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদানে তাদের কোনো আগ্রহ নেই।
বেতন ভাতা নিয়মিত করার জন্য দেশের উপজেলা ও ইউনিয়ন পরিষদের মতো ১০০ ভাগ সহায়তা করতে সরকারের কাছে দাবি জানানো হয়। উদাহরণ হিসেবে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতের পৌরসভা ও পঞ্চায়েতে ১০০ ভাগ বেতন ভাতা সরকারি অনুদান হিসেবে দিয়ে থাকে সরকার।
শনিবার শুরু হওয়া পৌরসভা সার্ভিসের এ আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসই/জেডএস