ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীকরণের দাবি ডিএনএ ল্যাব কর্মীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
চাকরি জাতীকরণের দাবি ডিএনএ ল্যাব কর্মীদের চাকরি জাতীকরণের দাবি ডিএনএ ল্যাব কর্মীদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: চাকরি জাতীয়করণ ও বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি (এনএফডিপিএল) ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে (ডিডিএসএল) কর্মরতরা।

শনিবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই কর্মসূচিতে একই স্থানে পালন করা হবে রোববার ও সোমবারও।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতির পাশাপাশি ৪ মার্চ এ প্রকল্পের পরিচালকের কার্যালয়ের সামনে দুই দফায় অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

আন্দোলনকারীরা জানান, নির্যাতিত নারী ও শিশুদের সুষ্ঠু বিচার, পিতৃত্ব-মাতৃত্ব, অভিবাসন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত, কিডনি দাতাগ্রহীতার সর্ম্পক নির্ণয়, বিচারিক কার্যক্রম পরিচালনাসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ল্যাবরেটরি কাজ করছে। এসব কাজের ফি বাবদ সরকারের প্রায় সাড়ে সাত কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

২০০৬ সালের ২৩ জানুয়ারি এ ল্যাবরেটরির কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত এ বিভাগে কর্মরতদের চাকরি জাতীয়করণ করা হয়নি। চার দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ২০১৭ সালের জানুয়ারি বেতন ভাতা বন্ধ রয়েছে। ১২ বছরের বেশি সময় ধরে কাজ করার পর চাকরি জাতীয়করণ না করা ও বকেয়া বেতন না পেয়ে তারা মানবেতন জীবন যাপন করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।