জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মোমিনুল হক জানান, ঢাকার দক্ষিণ খান থানার চালাবন মৌশাইল এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন জয়পুরহাটের জিতারপুর গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নাছিমা।
এ সময় পাশের বাড়ির কাঁচামাল ব্যবসায়ী আজিজুর রহমানের পরিবারের সঙ্গে নাছিমার সখ্যতা গড়ে ওঠে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার সময় জয়পুরহাটের জিতারপুর গ্রামের হটাৎপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় ঢাকার দক্ষিণ খান থানায় একটি অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএ