এ ঘটনার সঙ্গে জড়িত ৫ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার (১০ মার্চ) সকালে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- তোফা, নয়ন,শাহীন, ইসমাইল ও স্বপন।
সাভার আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলানিউজকে জানান, গত ৭ মার্চ সাভার থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা চালককে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পরে পুলিশ ট্রাকটি উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শনিবার পাঁচ ডাকাতসহ মিরপুর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে ডাকাতি হওয়া ডিম উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ১০ মার্চ ২০১৮
এএটি