শনিবার (১০ মার্চ) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলসার।
স্কুলের প্রধান শিক্ষিক শাহিন খান জানান, স্কুলের টিফিন পিরিয়ড চলাকালে স্কুলের পাশের জেলা পরিষদের কমিউনিটি ভবনের দেয়াল ও ছাদ ধসে যায়।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ভবন ধসস্থলে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টায় উদ্ধার তৎপরতা শেষ করে তারা।
এদিকে ভবন ধসের ঘটনায় চরবিষ্ণপুর ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনএইচটি