ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ফেনসিডিল ও বিদেশি পিস্তলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
নরসিংদীতে ফেনসিডিল ও বিদেশি পিস্তলসহ আটক ২ নরসিংদীতে ফেনসিডিল ও বিদেশি পিস্তলসহ আটক ২

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশাল টুল প্লাজায় অভিযান চালিয়ে ৯২ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ মার্চ) সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আকরাম হোসাইন (৩২) ও সাইদুল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঘোড়াশাল টুল প্লাজায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯২ বোতল ফেনসিডিলসহ আকরাম ও সাইফুলকে আটক করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।