ময়মনসিংহ: ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পিকআপের ধাক্কায় এনামুল হক শাহীন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আকুয়া বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন শাহীন।
এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
বাংলাদেশ সময় ১৬২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমএএএম/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।