ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে র‌্যাবের ওপর হামলা ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
রামগতিতে র‌্যাবের ওপর হামলা ঘটনায় গ্রেফতার ৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে র‌্যাবের ওপর হামলার ঘটনার মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা। এর আগে ভোরে রামগতির বয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর গাজী ইউনিয়নের বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আব্দুল খালেক  (৩৫), মো. মহসিন (৫০), গোলাম মোস্তফার ছেলে মো. শেখ ফরিদ (২৫), ও আবদুল গফুরুরের ছেলে আবদুল হাই (৩০)।

প্রসঙ্গত ৪ জানুয়ারি উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের চার সদস্য আহত হন। ঘটনার পরের দিন ৫ জানুয়ারি র‌্যাব পাঁচশ’ জনকে আসামি করে মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮

এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।