ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীর জরিমানা অভিযান পরিচালনার সময় স্টেশনে যাত্রীদের ভিড়

লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে ১৩২ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা অবধি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে চারটি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আন্তঃনগর লালমনি কমিউটার ৬৫ ও ৭১ নং ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৩২ জন যাত্রীর কাছ থেকে ১৩ হাজার ৪০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।