বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলা বাজারস্থ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, বাংলাবাজার থেকে নবীগঞ্জ শহরগামী একটি ট্রাক্টর উল্লেখিত স্থানে এলে উল্টে যায়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর আলীকে মৃত ঘোষণা করেন। আশফাককে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
জেএম