ঢাকার ধামরাইয়ের সুয়াপুর এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করার সময় ডিবি পুলিশরূপী দুই দুর্বৃত্তকে আটক করেছে ধামরাই থানার পুলিশ। আটক দুজন হচ্ছে পলাশ (৩০) ও ইউনুছ (২৮)।
বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে সুয়াপুর এলাকায় মেম্বার নুরু মিয়ার সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) জুলফিকার হায়দার বাংলানিউজকে বলেন,সুয়াপুর এলাকায় ডিবি পুলিশ নামধারী দু’জন সাধারণ মানুষকে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বলে জানান স্থানীয় মেম্বার নুরু মিয়া।
সেই অভিযোগের ভিত্তিতে সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও ইউনুছকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়:০৬৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
জেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।