বুধবার (১৪ র্মাচ) বিকেলে বাড়ির পাশের বংশী নদীর ধারে মেয়েটি খেলা করছিল। এসময় শুকুর আলী তাকে ধর্ষণ করে।
ধর্ষিতার মা বাংলানিউজকে বলেন, আমার মেয়ে বংশী নদীর ধারে খেলছিল। এসময় আমরা মেয়ের চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি মেয়ে আমার মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মেয়ের পা বেয়ে তখন রক্ত গড়িয়ে পড়ছিল। রক্ত দেখে আমি আশপাশের লোকদের ডেকে আনি। পরে মেয়ের কাছে জানতে পারি শুকুর আলী আমার মেয়েকে ধর্ষণ করেছে। লোকজন এসে গুরুতর আহত অবস্থায় আমার মেয়েকে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে যায়। শুকুর আলীর পরিবার প্রভাবশালী। তারা এখন আমার পরিবারকে হুমকি দিচ্ছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।
ধামরাই থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন বাংলানিউজকে জানান, ধর্ষক শুকুরকে আটকের চেষ্টা চলছে। ধর্ষিতার বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
জেএম