শুক্রবার (১৬ মার্চ) সকাল ১০টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া-ঘোনা বন বিভাগের হেডম্যান মো. ইদ্রিস শুক্রবার ভোরে ওই এলাকায় গেলে মরদেহগুলো দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, নিহতদের শরীরে ছুরির আঘাত, দা’য়ের কোপ ও গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে, হত্যার কারণ ও হত্যাকারীদের সন্ধান জানার জন্য কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
টিটি/এনএইচটি