ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালমোহনে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
লালমোহনে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

ভোলা: ভোলার লালমোহনে ট্রলির চাপায় আবদুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (১৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের অভ্যন্তরীণ সেফালী রোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, রাতে সেফালী রোড দিয়ে আবদুর রহমান হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রলি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি আটক করে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।