ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
খাগড়াছড়িতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারায় বজ্রপাতে সাধন ত্রিপুরা (১৫) ও মিকিতা ত্রিপুরা (১০) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন গৃহবধূ শেফালিকা চাকমা (২৫)। 

শনিবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
 
মৃত সাধন ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার মুন্সিপাড়া এলাকার আমিল কুমার ত্রিপুরার ছেলে ও মিকিতা ত্রিপুরা আবাই পাড়া এলাকার জ্যোতি কুমার ত্রিপুরার মেয়ে।

সাধন মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিলো। আর মিকিতা শ্মশান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলো।
 
জানা গেছে, বিকেলে বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে সাধনের মৃত্যু হয়। অন্যদিকে একই সময় গুইমারা উপজেলার আবাই পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে বজ্রপাতে মিকিতার মৃত্যু হয়।  
 
এছাড়া মহালছড়ি উপজেলার করল্লাছড়ি এলাকায় শেফালিকা আহত হন। তিনি অমলেন্দু চাকমার স্ত্রী।  

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ও গুইমারা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।