শনিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ডিগ্রিচর বারোখাদা (নাভারের চর) গ্রামের নিজাম ফকিরের ছেলে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মজলিশপুর গ্রামে এক তরুণী অটোযাত্রীকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলে নিয়ে চার অটোচালকসহ সাতজন মিলে গণধর্ষণ করেন। এ ঘটনার পরদিন শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বসন্তপুর বাজার থেকে স্থানীয়দের সহযোগিতায় তিন অটোচালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রোববার (২৫ ফেব্রুয়ারি) ওই তরুণী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, এ গণধর্ষণের ঘটনায় সহযোগিতা করেন অটোচালক আনিস। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটজয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ