শনিবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাজিদুল হক বাংলানিউজকে জানান, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌঁছায়। এসময় ভেতরে থাকা নয়ন ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভতি করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নয়নকে সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
আরএ