ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেপালে আহতদের চিকিৎসায় করণীয় নিয়ে বসবে মেডিকেল বোর্ড 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
নেপালে আহতদের চিকিৎসায় করণীয় নিয়ে বসবে মেডিকেল বোর্ড  আহত অ্যানি, স্বর্ণা ও মেহেদী। ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসার করণীয় নিয়ে বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। 

রোববার (১৮ মার্চ) সকালে আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বসবেন।  

বোর্ডের সদস্য ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের  প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম বাংলানিউজকে একথা জানান।

 

আরও পড়ুন>>
** 
প্রিয়কের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ইউএস-বাংলার

তিনি বলেন, কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত পাঁচজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি। আইসিইউতে তাদের সঙ্গে আমরা দেখেছি, কেবিন ব্লকে যারা ভর্তি আছেন তাদের সঙ্গে কথা বলেছি।  

‘প্রাথমিক ডায়াগনিস্ট করা হয়েছে কিছু বাকি আছে। তাদের সবাই ভালো তবে এখনও ট্রমা কাটেনি। এজন্য সকালে সম্মিলিত বোর্ড তাদের চিকিৎসার করণীয় নিয়ে বসবো। ’  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।