শনিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ ভবন মিলনায়তনে শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান বলেন, শিশু কিশোরদের দেশ সম্পর্কে জানাতে হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মুম্বাইয়ের স্থানীয় ‘আনাম প্রেম’ শিল্পগোষ্ঠী ও মুম্বাই প্রবাসী বাংলাদেশীদের সন্তান এবং দূতাবাসের শিশু কিশোরসহ প্রায় ৪৫ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু কিশোররা বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে প্রবন্ধ পাঠ ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করে।
এছাড়াও ভারতীয় শিশু কিশোররা রবীন্দ্র সঙ্গীতসহ নৃত্য, গীত ও নাটিকা উপস্থাপন করে।
অনুষ্ঠানের শেষে উপ-হাইকমিশনার অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচিত ‘গ্রাফিক নভেল: মুজিব’ উপহার তুলে দেন।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
পিআর/আরআইএস/