রোববার (১৮ মার্চ) সকালে আইসিইউ ও কেবিন ব্লকে তাদের দেখেন আহতদের দেখেন তারা। বোর্ডের সদস্য ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম বাংলানিউজকে একথা জানান।
তিনি বলেন, কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত পাঁচজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি। রোববারও আমরা আইসিইউতে তাদের সঙ্গে বলেছি, নতুন করে আরও কোনো সমস্যা দেখা দিয়েছে তিনা তা আমরা দেখেছি। এসব বিষয় নিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে আলোচনারে ভিত্তিতে চিকিৎসায় করণীয় ঠিক করা হবে।
এর আগে গত ১৫ মার্চ কাঠমান্ডু থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তত্ত্বাবধানে আহত শাহরিন আহমেদকে দেশে আনা হয়। এর থেকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন উত্তরা স্কলাস্টিকার এই প্রোগ্রামার।
** নেপালে আহতদের চিকিৎসায় করণীয় নিয়ে বসবে মেডিকেল বোর্ড
আহত একই পরিবারের তিন সদস্য আলমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা এবং মেহেদী হাসানকে ১৬ মার্চ দেশে আনা হয়। গত ১২ মার্চ স্বামী-সন্তান নিয়ে নেপালে ঘুরতে গেলেও ফিরেছেন অ্যানি একা।
ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় তার স্বামী এফএইচ প্রিয়ক ও মেয়ে তামাররাকে হারিয়েছেন তিনি।
এরপর শনিবার (১৭ মার্চ) দেশে আনা হয় এ দুর্ঘটনায় আহত শেখ রাশেদ রুবায়েতকে দেশে আনা হয়। তিনি ভর্তি রয়েছেন ঢামেক হাসপাতালে।
চিকিৎসকরা জানান, তাদের অবস্থা ভালো। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।
গত ১২ মার্চ কাঠমান্ডুতে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে ৭১ আরোহীর মধ্যে ৫১জনের প্রাণহানি ঘটে। যাদের মধ্যে বাংলাদেশি ২৬ জন।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এজেডএস/এমএ