শামীন একই গ্রামের বাসিন্দা সাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ মার্চ) ভোরে ভিকটিম ঘর থেকে বের হয়ে টয়লেটে যান।
কিশোরী তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় শামীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস জানান, পুরো ঘটনার তদন্তে ভিকটিম ও আটককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএস/আরআর