রোববার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দোনা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার শিল্পী (৩৫) ও তাদের ছেলে ওমর হাওলাদার (৭)।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, সকালে শিল্পী ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দেয়ার জন্য বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি পাজেরো জিপ তাদের পাশে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এসময় ধাক্কা খেয়ে মা-ছেলে পড়ে গেলে গাড়িটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাগেরহাট থেকে আসা পাজেরো গাড়িটির আরোহী একজন চীনা নাগরিক। দুর্ঘটনার পর পুলিশ গাড়িটি জব্দ করেছে। চীনা নাগরিকও পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে কর্মরত। তবে ঘটনার পর থেকেই গাড়িচালক পলাতক।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসআই