রোববার (১৮ মার্চ) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলাউদ্দিন বরিশালের মুলাদী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিন রাঢ়ীর ছেলে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশালের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আলাউদ্দিন কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। তার কয়েদী নম্বর ২৬১৮/এ। তিনি ১৫ মার্চ বিকেলে বুকে ব্যথা অনুভব করায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবেও বলে জানান বদরুদ্দোজা।
এর আগে, শনিবার (১৭ মার্চ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি মো. জাফর গাজী (৪৮) বরিশাল কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন।
জাফর পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নুর হোসেন গাজীর ছেলে। তিনি পটুয়াখালীর নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিল।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএস/আরআইএস/