রোববার (১৮ মার্চ) সকালে উপজেলার বীরগ্রাম এলাকার নির্মাণাধীন পল্লী বিদ্যুতের পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফরহাদ উপজেলার বীরগ্রাম এলাকার মৃত আবু মোন্নার ছেলে।
নিহতের স্বজনরা জানান, শনিবার (১৭ মার্চ) বিকেলে মোবাইলে কল আসার পর ফরহাদ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে এলাকার লোকজন তার গলাকাটা মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমবিএইচ/আরআইএস/