নরসিংদী: নরসিংদীর ঘোড়াশাল, ঝিনারদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ মার্চ) সকালে ঘোড়াশাল ও ঝিনারদী রেল স্টেশনের অদূরে রেল লাইনের পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
রেলওয়ের ওয়েম্যান (খালাশি) সানোয়ার কবীর বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে স্টেশনের উত্তর দিকে ঘোড়াশাল ও ঝিনারদী এলাকায় রেল লাইনের পাশে মরদেহ দুইটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।